Skip to main content

Posts

Notes of Ultimate Success v1

. بسم الله الرحمن الرحيم Indeed, Allah is always with ধৈর্য্যশীলs, taqwabaan( খোদাভীরু )s. Surely, Allah is always all-knowing, all-seeing, all-understanding (specially about all things of minds♥️) একটু পরেই তাঁর কাছে হাজিরা/ধরা দিতে যাচ্ছি🙂 । ( একটু পর = Next waqt of salah,the following resurrection day!) iblish said,"আমাকে কেয়ামতের আগ পর্যন্ত আদম সন্তানদের শিরায় শিরায় রক্তে প্রবেশের ক্ষমতা দিন। আমি যেমন সামান্য ভুলের কারণে এত বছরের(6 lakhs!) ibadat নষ্ট করে ফেলেছি,তেমনি তাদেরও আমি সামান্য কারনে জাহান্নামে নিয়ে আসবো।🙂" (we are observing his(iblish's) tricky jobs every day,everywhere,now a days😓) জীবনটা কোনো প্রতিযোগিতা/খেল-তামাশা, ফুর্তি করার জায়গা নয়! Life is just a journey (exam full) from allah to allah . Life is a Exam-hall ,শষ্য ক্ষেত্র, চিরস্থায়ী আবাসের জন্যে কিছু তৈরী করে নেওয়ার just নির্ধারিত একটা সময় মাত্র! 🙂 So, real people don't waste this period of ...

priyo bongobondhu quiz answer 11december,2020 friday

  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ‌্যে চলছে অংশগ্রহণ করে জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার!  কুইজে অংশ নিতে এখনই নিবন্ধন করুন আজকের প্রশ্ন ১৯৪০ পরবর্তী সময়ে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ। এ সময় লাখ লাখ লোক খাবারের অন্বেষণে শহরের দিকে ছুটে যান। তাঁদের পরনের কাপড়ও ছিল না ঠিকমতো। সবকিছু মিলিয়ে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। দুর্ভিক্ষের সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন সিভিল সাপ্লাই মন্ত্রী। তিনি কন্ট্রোল দোকান ও লঙ্গরখানা খোলার বন্দোবস্ত করেন এবং কেন্দ্রীয় সরকারকে ভয়াবহ অবস্থার কথা জানিয়ে সাহায্য দিতে বলেন। এ সময় শেখ মুজিব নিজেকে নিয়োজিত করেন দুর্ভিক্ষ পীড়িতদের সেবায়। তিনি মুসলিম লীগ অফিস, কলকাতা মাদরাসা ও আরও অনেক জায়গায় লঙ্গরখানা খোলেন। এ সময় গোপালগঞ্জেও ত্রাণকাজে অংশগ্রহণ করেন তিনি। দুর্ভিক্ষটি কোন সালে হয়েছিল? সঠিক উত্তর :১৯৪৩ সালে। ১৯৫০ সালে ১৯৪৬ সালে ১৯৪৫ সালে ১৯৪৩ সালে সঠিক উত্তর :১৯৪৩ সালে। সঠিক উত্তর :১৯৪৩ সালে।

Ei nodir deshe polir deshe. Beautiful Islamic song bangla

এই নদীর দেশে, পলির দেশে।ei nodir deshe polir deshe with LYRICS ।Islamic song bangla 2020 #share #subscribe এই নদীর দেশে পলির দেশেে যিনি আমায় ভালো বেসে সৃজন করেছেন। (2) হাজার শোকর দরবার এ তার প্রশংসা গাই লক্ষ হাজার(2) যিনি আমায়, রহম দিয়ে(2) সুস্থ রেখেছেন। মিষ্টি শীতল নদীর পানি ছায়ায় ঢাকা বন-বনানী(2) প্রশংসা তার, লক্ষ হাজার (2) যিনি দিয়েছেন। আকাশ ভরা তারার মেলাা সাদা মেঘের চলছে ভেলা(2) বিচিত্র এই বিশ্বমেলা (2) যিনি গড়েছেন। ফেসবুক এ : আমি

SMARt note Bangla 1st paper

TahareiPoreMone (sufia kamal) بسم الله الرحمن الرحيم তাহারেই পড়ে মনে সুফিয়া কামাল(১৯১১-৯৯) birth:1911,20june(বরিশাল) death:1999,20November(ঢাকা) Parents :সৈয়দ আব্দুল বারি+সাবেরা বেগম গ্রন্থ : সাঁঝের মায়া,মায়া কাজল,কেয়ার কাঁটা,উদাত্ত পৃথিবী। click to start 📖 poem Click here and be friend with me 💚 (S M Ashiqur Rahman) 💚 Note:Your browser must support javascript to run the program properly 🤗(use via browser /Chrome/salamweb) pray for me "হে কবি,নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়? " কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি- " দক্ষিণ দুয়ার গেছে খুলি? বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?" "এখনো দেখনি তুমি?" কহিলাম, ...

Smart note of bangla 1st paper

tahareiPoreMone তাহারেই পড়ে মনে সুফিয়া কামাল(১৯১১-৯৯) birth:1911,20june(বরিশাল) death:1999,20November(ঢাকা) Parents :সৈয়দ আব্দুল বারি+সাবেরা বেগম গ্রন্থ : সাঁঝের মায়া,মায়া কাজল,কেয়ার কাঁটা,উদাত্ত পৃথিবী। "হে কবি,নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়? তোমার বন্দনা গান রচনা করার মাধ্যমে ") " কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি- " দক্ষিণ দুয়ার গেছে খুলি? বসন্তের দক্ষিন বাতাস কি বইতে শুরু করেছে?(উদাসীনতা😁) বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?" "এখনো দেখনি তুমি?" কহিলাম, "কেন কবি আজ এমন উন্মননা তুমি? কোথা তব নব পুষ্পসাজ? " কোথায় তোমার নতুন ফুলের ঘর সাজানি+নিজের সাজা আজ? ") কহিল সে সুদূরে চাহিয়া- " অলখের পাথার বাহিয়া দৃষ্টির অগোচরের সমুদ্র বেয়ে ...