Skip to main content

priyo bongobondhu quiz answer 11december,2020 friday

 

আজকের প্রশ্ন


Quiz Thumb


১৯৪০ পরবর্তী সময়ে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ। এ সময় লাখ লাখ লোক খাবারের অন্বেষণে শহরের দিকে ছুটে যান। তাঁদের পরনের কাপড়ও ছিল না ঠিকমতো। সবকিছু মিলিয়ে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। দুর্ভিক্ষের সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন সিভিল সাপ্লাই মন্ত্রী। তিনি কন্ট্রোল দোকান ও লঙ্গরখানা খোলার বন্দোবস্ত করেন এবং কেন্দ্রীয় সরকারকে ভয়াবহ অবস্থার কথা জানিয়ে সাহায্য দিতে বলেন। এ সময় শেখ মুজিব নিজেকে নিয়োজিত করেন দুর্ভিক্ষ পীড়িতদের সেবায়। তিনি মুসলিম লীগ অফিস, কলকাতা মাদরাসা ও আরও অনেক জায়গায় লঙ্গরখানা খোলেন। এ সময় গোপালগঞ্জেও ত্রাণকাজে অংশগ্রহণ করেন তিনি। দুর্ভিক্ষটি কোন সালে হয়েছিল?

সঠিক উত্তর :১৯৪৩ সালে।

সঠিক উত্তর :১৯৪৩ সালে।



সঠিক উত্তর :১৯৪৩ সালে।

Comments

Popular posts from this blog

HSC Assignment 3rd Week Solution Chemistry 2nd paper

HSC Assignment 3rd week: chemistry 2nd HSC Assignment 2021 Chemistry 2nd paper 3rd week If u like this then Subscribe here :https://youtube.com/channel/UC-guA6HlpS0QUa7P-6jW5kQ

Notes of Ultimate Success v1

. بسم الله الرحمن الرحيم Indeed, Allah is always with ধৈর্য্যশীলs, taqwabaan( খোদাভীরু )s. Surely, Allah is always all-knowing, all-seeing, all-understanding (specially about all things of minds♥️) একটু পরেই তাঁর কাছে হাজিরা/ধরা দিতে যাচ্ছি🙂 । ( একটু পর = Next waqt of salah,the following resurrection day!) iblish said,"আমাকে কেয়ামতের আগ পর্যন্ত আদম সন্তানদের শিরায় শিরায় রক্তে প্রবেশের ক্ষমতা দিন। আমি যেমন সামান্য ভুলের কারণে এত বছরের(6 lakhs!) ibadat নষ্ট করে ফেলেছি,তেমনি তাদেরও আমি সামান্য কারনে জাহান্নামে নিয়ে আসবো।🙂" (we are observing his(iblish's) tricky jobs every day,everywhere,now a days😓) জীবনটা কোনো প্রতিযোগিতা/খেল-তামাশা, ফুর্তি করার জায়গা নয়! Life is just a journey (exam full) from allah to allah . Life is a Exam-hall ,শষ্য ক্ষেত্র, চিরস্থায়ী আবাসের জন্যে কিছু তৈরী করে নেওয়ার just নির্ধারিত একটা সময় মাত্র! 🙂 So, real people don't waste this period of ...

Prottaborton by arif azad pdf download

প্রত্যাবর্তন লেখক :  আরিফ আজাদ প্রকাশনী :  সমকালীন প্রকাশন বিষয় :  অন্ধকার থেকে আলোতে মুসলিমের ঘরে জন্ম নিয়েও আমি হয়ে পড়ি একজন নামকাওয়াস্তে, টাইটেলধারী, নাম সর্বস্ব মুসলমান। সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি পথ চলতে থাকি। আমার চারপাশ ঘন কালো অন্ধকারে ঢাকা। তবুও, আমার মনে হয় আমিই ঠিক পথে আছি। বাকিসব ভুল, মিথ্যা… এরকম অন্ধকারের মধ্যে পথ চলতে চলতে একদিন আমার ঘুম ভাঙে। আমি বুঝতে পারি আমি ঠিক পথে নেই। আমার গন্তব্য যেটা হওয়া উচিত ছিলো, আমি সেই পথ থেকে বিচ্যুত। এতোদিন যেটাকে আমি আলো ভেবে এসেছি, সেটা আসলে আলেয়া। হাওয়া আসলেই নিভে যাবে। যেটাকে আমি জীবন মনে করেছি, সেটা আসলে নরক। এক বিশাল পাপের সাগরে হাঁবুডুবু খেতে খেতে আমি ভুলতেই বসেছি যে, বাঁচতে হলে আমাকে তীরে উঠতে হবে। আমি সেই তীরের সন্ধান না করে উল্টো অহংকার আর দর্পের জন্য পুরোপুরিই ডুবতে বসেছিলাম। আমি চেতনা ফিরে পাই। চোখ মেলে সামনে তাকাই। আমি শুনতে পাই, অদূর থেকে, খুব করুণ আর মায়াভরা স্পর্শে কেউ একজন আমাকে ডাকছে। এই ডাক আমার খুব পরিচিত। আমার খুব চেনা। মনে হচ্ছে, কতো সহস্রবার আমি এই ডাক শুনেছি। কিন্তু কখনোই এই ডাক আমার কাছে এতো আব...