সুফিয়া কামাল(১৯১১-৯৯)
birth:1911,20june(বরিশাল)
death:1999,20November(ঢাকা)
Parents :সৈয়দ আব্দুল বারি+সাবেরা বেগম
গ্রন্থ : সাঁঝের মায়া,মায়া কাজল,কেয়ার কাঁটা,উদাত্ত পৃথিবী।
বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়?
তোমার বন্দনা গান রচনা করার মাধ্যমে ")কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-
"
দক্ষিণ দুয়ার গেছে খুলি?
বসন্তের দক্ষিন বাতাস কি বইতে শুরু করেছে?(উদাসীনতা😁)বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?
দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?"
"এখনো দেখনি তুমি?" কহিলাম, "কেন কবি আজ
এমন উন্মননা তুমি?
কোথা তব নব পুষ্পসাজ?"
কোথায় তোমার নতুন ফুলের ঘর সাজানি+নিজের সাজা আজ? ")কহিল সে সুদূরে চাহিয়া-
"
অলখের পাথার বাহিয়া
দৃষ্টির অগোচরের সমুদ্র বেয়েতরী তার এসেছে কি?বেজেছে কি আগমনী গান?
ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখি নি সন্ধান"
কহিলাম, "ওগো কবি! রচিয়া লহ না আজ গীতি,
বসন্ত-বন্দনা তব কন্ঠে শুনি- এ মোর মিনতি।"
কহিল সে মৃদু মধু-স্বরে-
"নাই হলো, না হোক এবারে-
আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া
রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরিয়া।
(" বসন্ত কবির গানের অপেক্ষা করেনি।ফাগুন আসার সাথে সাথেই চলে এসেছে। ")কহিলাম : "ওগো কবি, অভিমান করেছ কি তাই?
যদিও এসেছে তবুও তারে করিলে বৃথাই।"
কহিল সে পরম হেলায়-
"বৃথা কেন? ফাগুন বেলায়
ফুল কি ফুটেনি শাখে?
পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?
ঋতুর রাজা কি পুষ্পের আরতি(নিবেদন) লাভ করেনি?মাধবি কুঁড়ির বুকে গন্ধ নাহি?
করে নাই অর্ঘ্য বিরচন?
বাসন্তি লতা/ফুল কি উপহার রচনা করে নি বসন্ত কে বরনের জন্যে?"হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব বিমুখতা?"
কহিলাম,"উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?"
কহিল সে কাছে সরি আসি-
"কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী-
গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে
রিক্ত হস্তে!
(" কুয়াসার চাদর তলে শীত(মাঘের সন্ন্যাসী) চলে গেছে রিক্ত হস্তে(প্রকৃতিতে রিক্ততার রূপ দিয়ে)।😪")ভুলিতে পারি না কোনো মতে।"
প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ত ও বিষন্ন ছবি।কবির দুঃখ ভারাক্রান্ত নিরব মন শীতের করুণ বিদায় কে কিছুতেই ভুলতে পারছে না বলে বসন্ত তার কাছে অর্থহীন মনে হয়। উল্লেখ্য,তাঁর প্রথম স্বামী তথা কাব্যসাধনার প্রেরণা পুরুষের আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষন্নতা জাগে তারই প্রভাব ও ইঙ্গিত এ কবিতাই ফুটে উঠেছে।")কবিতাঃতাহারেই পড়ে মনে
1. open this link and fill up captcha carefully to get the link.
2.When you will arrive Google drive,
click on the "download" sign at the top right corner of your device screen.
3.After completing download(10kb)
open the file with your browser(chrome /salamweb/via)
enjoy💚
Comments
Post a Comment