মানুষ যখন ভুল পথে চলে আল্লাহর ও তাঁর রাসূলের নির্দেশিত পদ থেকে সরে এসে গুনাহে লিপ্ত হয় তখন তার মনে মরিচা পড়ে ! এ মরিচা দূর করার সর্বশ্রেষ্ঠ উপায় হলো
মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা !
মৃত্যুর কথা মানুষ যখন বেশি বেশি স্মরণ করে তখন দুনিয়ার ওপর তার মোহ কেটে যায় ! তার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয় ! এ ভয় তার মনের মরিচা দূর করে আল্লাহ ও তাঁর রাসূলের নির্দিষ্ট পথে চলার জন্য উন্মুক্ত হয়! একইভাবে কুরআন পাঠে মাধ্যমে সে নিজেকে শুধরে নেওয়ার পথ খুঁজে পায়। মনের আয়না পরিষ্কার হলে তার সামনে আখিরাতের চিত্র স্পষ্ট হয় ! দুনিয়ার জীবনের জন্য আখেরাতের জীবন নষ্ট করা হচ্ছে যে মহা বোকামি সে বিষয়টি তার উপলব্ধি হয় !
Comments
Post a Comment