তাহারেই পড়ে মনে
সুফিয়া কামাল(১৯১১-৯৯)
birth:1911,20june(বরিশাল)
death:1999,20November(ঢাকা)
Parents :সৈয়দ আব্দুল বারি+সাবেরা বেগম
গ্রন্থ : সাঁঝের মায়া,মায়া কাজল,কেয়ার কাঁটা,উদাত্ত পৃথিবী।
Note:Your browser must support javascript to run the program properly 🤗(use via browser /Chrome/salamweb) pray for me
"হে কবি,নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়,
বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব
বন্দনায়? "
কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-
"দক্ষিণ দুয়ার গেছে খুলি?
বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?
দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর
আকুল?"
"এখনো দেখনি তুমি?" কহিলাম, "কেন কবি আজ
এমন উন্মননা তুমি? কোথা তব
নব পুষ্পসাজ?"
কহিল সে সুদূরে চাহিয়া-
অলখের পাথার বাহিয়া
"তরী তার এসেছে কি?বেজেছে কি আগমনী গান?
ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখি নি সন্ধান"
কহিলাম, "ওগো কবি! রচিয়া লহ না আজ গীতি,
বসন্ত-বন্দনা তব কন্ঠে শুনি- এ মোর মিনতি।"
কহিল সে মৃদু মধু-স্বরে-
"নাই হলো, না হোক এবারে-
আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া
রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরিয়া।
"
কহিলাম : "ওগো কবি, অভিমান করেছ কি তাই?
যদিও এসেছে তবুও তারে করিলে বৃথাই।"
কহিল সে পরম হেলায়-
"বৃথা কেন? ফাগুন বেলায়
ফুল কি ফুটেনি শাখে?
পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?
মাধবি কুঁড়ির বুকে গন্ধ নাহি?
করে নাই অর্ঘ্য বিরচন?"
"হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব বিমুখতা?"
কহিলাম,"উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?"
কহিল সে কাছে সরি আসি-
"কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী-
গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে
রিক্ত হস্তে!
তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে।"
🗒 :if you have problems with viewing the explanations please GO TO THIS LINK
and download the file for offline reading 📖 💚.
Comments
Post a Comment